স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের প্রধান ফটকের ডাস্টবিনে ময়লা আর্বজনার স্তুপ জমে রয়েছে। গত ৪ দিন ধরে পরিস্কার না করায় ময়লায় দূর্গন্ধে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠেছে। প্রতিদিন ফটক দিয়ে শত-শত রোগী, তাদের স্বজন, ডাক্তার-নার্স, আয়া ও বিভিন্ন পেশা এবং শ্রমজীবি মানুষরা যাতায়াত করছেন। কিন্তু ময়লা আর্বজনার দূর্গন্ধে অনেকেই নাকে রুমাল দিয়ে চলা-চল করতে হয়। প্রতিদিন রোগীদের হাসপাতালের বিভিন্ন স্যালাইন ঔষধ নষ্ট খাবারসহ অনেক পরিত্যাক্ত জিনিষ হাসপাতালের ঝাড়ু-দাররা প্রধান ফটকের এই ডাস্টবিনে ফেলেন। কিন্তু নিয়মিত পরিস্কার না করার উপচে পড়েছে আর এসব ময়লা কুকুর, বিড়াল, কাক, শালিকসহ পশু-পাখি হাসপাতালের চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে ফেলছে। এতে করে বিভিন্ন রোগবালাই আশঙ্কা করছেন হাসপাতালের কর্মচারী ও রোগীরা। অনেক রোগীরা অভিযোগ করেন সদর হাসপাতালের অবস্থা যদি এরকম হয় তাহলে মানুষ যাবে কোথায় ?
নাম প্রকাশে অনিচ্ছুক এক ডাক্তার জানান, ‘প্রতিদিনি পৌরসভার ময়লায় গাড়ি দিয়ে এগুলো সরানোর কথা থাকলেও পৌর কর্তৃপক্ষের তদারকির অবহেলার কারনে ক্রমান্বয়ে এই ময়লার পরিমান বেড়ে পরিবেশ দূষিত হয়ে রোগবালাই সৃষ্টি হচ্ছে। এতে আমাদের চিকিৎসা সেবা দান বিঘœ হচ্ছে’। এ ব্যাপারে পৌর ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বললেন, ‘বিষয়টি আমার জানা নেই, যেহেতু আপনার মাধ্যমে শুনেছি, শনিবার ময়লা সরানো হবে’।