স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে জনৈক এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ধর্ষক মোস্তফা মিয়া (৩৫) কে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। মোস্তফা মিয়া উপজেলার ধর্মঘর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেন কাশিমনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মুর্শেদ আলম। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরষপুর রেল স্টেশন এলাকা থেকে মোস্তফা মিয়াকে আটক করা হয়। পর্যায়ক্রমে অন্যান্যদেরও আটক করা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার (১৮ জুন) দিবাগত রাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে জনৈক ব্যক্তির কন্যা স্থানীয় হাই স্কুলের ৯ম শ্রেণির ছাত্রীকে বাসায় একা পেয়ে মোস্তফা ও তার সহযোগীরা ওই ছাত্রীকে গণধর্ষণ করে। এ সময় ঘটনাটি কাউকে না বলার তারা ওই ছাত্রীকে ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়।
পরে এ ঘটনায় গত বৃহস্পতিবার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মাধবপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ আসামীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। এক পর্যায়ে সন্ধ্যায় মোস্তফাকে গ্রেফতার করা হয়।