স্টাফ রিপোর্টার ॥ সিলেট-সুনামগঞ্জ সড়কে চলাচলকারী বিআরটিসি বাস বন্ধের দাবি পূরণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ৭২ ঘন্টার ধর্মঘট স্থগিত করেছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
গতকাল শুক্রবার (২১ জুন) দিবাগত রাত ৯টার দিকে সুনামগঞ্জ সার্কিট হাউজে মালিক শ্রমিক ও স্থানীয় প্রশাসনের মধ্যকার এক বৈঠকে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।
বিষয়টি নিশ্চত করে হবিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় বাংলানিউজকে জানান, মালিক শ্রমিকদের বিভিন্ন প্রক্রিয়ার সাথে সমঝোতাবিহীনভাবে বিআরটিসি বাস চলাচল করতে না দেয়ার আশ্বাস দিলে অবরোধ স্থগিত করা হয়েছে। যা সংগঠনের পরবর্তী সিদ্ধান্তের পূর্ব পর্যন্ত স্থায়ী থাকবে। বৈঠকে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মোঃ বরকত উল্লাহ খান, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক সেলিম আহমেদ ফলিক, সদস্য সচিব মোঃ সজীব আলীসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।