স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে নারী নির্যাতন মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মুশাহিদ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় উপজেলার সদর ইউনিয়নের মুড়ারবন্দ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোশাহিদ সাটিয়াজুরী ইউনিয়নের ইচাকুটা গ্রামের মমিন হেসেনের ছেলে। পুলিশ জানায়, মোশাহিদ তার স্ত্রীকে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরে তার স্ত্রী ২০০৭ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। মামলার শুনানি শেষে ২ বছরের সাজা প্রদান করে আদালত। মোশাহিদ পুলিশের চোখ ফাঁকিদিয়ে দীর্ঘদিন পলাতক থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। দীর্ঘ অনুসন্ধানের পর গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই হেলাল উদ্দিন এর নেতৃত্বে এসআই শেখ আলী আজহারসহ একদল পুলিশ মুড়ারবন্দ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জমান জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী মোশাহিদকে জেল হাজতে পাঠানো হয়েছে।