প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি পরিবার ও পৌরবাসিকে মোবাইল ফোন মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান জানিয়েছেন হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার বিকেল ৪ টায় শহরের আশরাফ জাহান কমপ্লেক্স থেকে প্রচারণা শুরু করে শায়েস্তানগর এলাকায় গিয়ে এক পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক মোঃ আবুল হাশিম, এডভোকেট মনঞ্জুর উদ্দিন আহমদে শাহীন, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চৌধুরী, ডাঃ আহমদুর রহমান আবদাল, এডভোকেট এনামুল হক সেলিম, এডভোকেট কামাল উদ্দিন সেলিম, জেলা বিএনপির সদস্য এমজি মুহিত, সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এসএম বজলুর রহমান, জেলা বিএনপি নেতা এডভোকেট শেখ আলী আজগর, এডভোকেট মোজাম্মেল হক লিটন, নূরুল এনাম খান টিপু, জেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক শরিফ, সিনিয়র সহ-সভাপতি হাসবি সাইদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট কুতুব উদ্দিন শামীম, জেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক রতন আনসারী, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোহাইমিন চৌধুরী ফুয়াদ, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ সালাউদ্দিন টিটু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি হারিস চৌধুরী, খায়রুল এনাম, আব্দুস সালাম শামীম, এনামুল হক এনাম, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদসক আব্দুল কাদির, ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া প্রমুখ। বক্তরা আগামী ২৪ তারিখের নির্বাচনে বিএনপির সমর্থিত প্রার্থী এম ইসলাম তরফদার তনুকে মোবাইল ফোন মার্কায় ভোট দেয়ার জন্য আহবান জানান।