লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম জেসি আক্তার (৮)। সে সিংহ গ্রামের বাহার মিয়ার মেয়ে। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায় জেসি ওই সময়ে আরো কয়েকজন ছোট ছেলে মেয়েদের সাথে বাড়ির পার্শ্ববর্তী কাঙ্গালি পুকুরে গোসল করতে যায়। এ সময় সে পানিতে তলিয়ে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন ওই পুকুর থেকে তাকে উদ্ধার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।