স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ গনপুর্ত বিভাগের বিভাগীয় অফিসের হিসাব শাখায় বহিরাগত লোক দিয়ে ক্যাশবুক, ঠিকাদার বিল জামানত রেজিষ্টার, প্যামেন্ট সার্টিফিকেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করানো হচ্ছে। ক্যাশিয়ার নুরুল হক কামাল প্রায়ই নিজের অসুস্থতার অজুহাতে তার নিকটাত্মীয় রফিক মিয়াকে দিয়ে এসব গুরুত্বপুর্ণ কাজ করে থাকেন।
ফলে যে কোন সময় অফিসের গুরুত্বপুর্ণ তথ্য পাচার হওয়ার আশংকায় রয়েছে কর্মকর্তা কর্মচারীরা। এছাড়া ঠিকাদারদের বিভিন্ন কাজে প্রায়ই জঠিলতা দেখা দেয়। এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলীকে অবগত করলেও অদৃশ্য কারণে কোন ব্যবস্থা গ্রহন করেননি। উল্লেখ্য, ক্যাশিয়ার নুরুল হক কামাল গত ২০১৮ সালের ডিসেম্বর মাসে সরকারীভাবে ছুটি অনুমোদন নিয়ে ভারতে চিকিৎসার জন্য গিয়েছিলেন। কিন্তু সরকারি নিয়ম মাফিক কোন কর্মকর্তা বা কমর্চারী বিদেশ ভ্রমনে গেলে দায়িত্ব হস্তান্তরের বিধান থাকলেও তিনি তা করেননি। পরবর্তীতে গত ১১ এপ্রিল ৩ দিনের নৈমিত্তিক ছুটির আবেদন দিয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পুনরায় ভারতে চিকিৎসার জন্য চলে যান। যা তার পাসপোর্ট চেক করলেই এর সত্যতা পাওয়া যাবে।