নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ সাজাপ্রাপ্ত আ: রশিদ (৪০) নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আ: রশিদ উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের শৈলারামপুর গ্রামের হরমুজ আলীর পুত্র। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় ইনাতগঞ্জ ফাঁড়ির এএসআই এমরান, এএসআই রবেল হোসেন, এএসআই অনিক গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করে শৈলারামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আঃ রশিদ বিজ্ঞ আদালত কতৃক সাজাপ্রাপ্ত আসামী। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।