স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার কালীগঞ্জ বাজার থেকে আয়াত আলী (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। এ সময় তার কাছ থেকে ৩০৩ পিস ইয়াবা ট্যাবলে উদ্ধার করা হয়। সে নাছিরনগর উপজেলার ডরমন্ডল গ্রামের রজব আলীর পুত্র। গত বুধবার রাত ১০টায় র্যাব-৯ এর একটি দল ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি মোঃ আব্দুল খালেক ও এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃত্বে মাধবপুর থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করেন। অভিযানে মাধবপুর থানাধীন কালিগঞ্জ বাজারস্থ মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ নামক দোকান এর সামন থেকে আয়াত আলীকে আটক করে। গতকাল বৃহস্পতিবার আয়াত আলীকে মাধবপুর থানায় সোপর্দ করা হয়।