স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল আতুকুড়া ফুটবল মাঠে সুবিদপুর ইউনিয়নের টুর্নামেন্ট উদ্বোধন করেন ইউনিয়ন যুবলীগ সভাপতি সামছুল হক আখনজী। খেলায় ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো অংশ গ্রহন করে। খেলায় ফাইনালে সুনারু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের হারিয়ে আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন সূর্যকান্ত দাস, অপর মশাকলি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের হারিয়ে আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা চ্যাম্পিয়ন হন। খেলা শেষে আতুকুড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতন্দ্রে চন্দ্র দাসের সভাপতি এবং আনোয়ারপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হকের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির সহ-সভাপতি সাংবাদিক এসএম সুরুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ, অভিভাবক এখলাছ মিয়া, প্রধান শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রিয়ব্রত দাস, এমএ ওয়াহিদ, নৃপেন্দ্র দাশ, সুজিত চক্রবতী, সহকারি শিক্ষক নিশা রানী দাস, শিখা ভৌমিক, শিখা রানী দাস, শিখা দাস, মেহেরুন্নেছা বেগম, শেখ সাজেদা, বৃষ্টি চৌধুরী, লিপিকা রানী চৌধুরী, সেবিকা রানী দাশ প্রমূখ। পুরস্কার গ্রহনের পর বিজয়ীরা উল্লাস করেন।