স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর বাজার সংলগ্নস্থানে হাই টাওয়ার নামে একটি ৬ তলা ভবন যথাযত অনুমোদন না নিয়ে এবং ক্রটিপূর্ণিভাবে নির্মাণ করায় সেটি বাজারের দিকে হেলে পড়েছে। এতে করে বাজারে আসা লোকজন ও ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে। বিল্ডিং এর পাশ দিয়েই পইল সড়কে ঝুঁকি নিয়ে যাত্রীরা চলাফেরা করছেন। এ ব্যাপারে এই বিল্ডিংটি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উচ্ছেদের দাবী করেছেন এলাকাবাসী। গতকাল দুপুরে এলাকাবাসী হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাশের কাছে এ ব্যাপারে একটি আবেদন প্রদান করেন। শায়েস্তানগরের সর্দার লাল মিয়া, সাবেক কমিশনার শাহ আব্দুল কাইয়ূমসহ শতাধিক স্থানীয় লোক এতে স্বাক্ষর করেন।
আবেদনে শায়েস্তানগর এলাকাবাসী বলেন, বাজারে শুধু শায়েস্তানগর এলাকার নয় বরং সমগ্র শহরের লোকজনের পণ্য ক্রয় বিক্রয়ের জন্য একটি নির্ভরযোগ্য বাজার। ফলে এখানে সব সময় জনসমাগম থাকে। সম্প্রতি বাজারের উত্তর দিকে এবং শায়েস্তানগর পইল সড়কের দক্ষিণ দিকে হাই টাওয়ার নামে একটি বহুতল ভবন যথাযত অনুমোদন না নিয়েই নির্মাণ করা হয়। নির্মাণ কাজ মান সম্মত না হওয়ায় এই বিল্ডিংটি বাজারের দিকে হেলে পড়েছে। বর্তমানে বিল্ডিংটিতে আরও অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান চালু হচ্ছে। এতে করে যে কোন সময় বিল্ডিংটি রানা প্লাজার ন্যায় ধ্বসে পড়ে ব্যাপক প্রাণহানী ঘটনার সম্ভাবনা দেখা দিয়েছে। বিল্ডিং এর একদিকে বাজার এবং অন্যদিকে গুরুত্বপূর্ণ সড়ক হওয়ায় সব সময় সেখানে কোলাহল পূর্ণ থাকে। একই সাথে বিল্ডিং-এ মার্কেট থাকায় সব সময় বহু লোকের সমাগম থাকে। এতে করে দুর্ঘটনা ঘটলে তা থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা খুবই কম।