স্টাফ রিপোর্টার ॥ ‘দৈনিক হবিগঞ্জের মুখ’ তার লেখনির মাধ্যমে হবিগঞ্জকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। সেই সাথে পত্রিকাটিতে হবিগঞ্জের সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতার মূল কারণ সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে সাংবাদিকদের শক্তিশালী লেখনি প্রত্যাশা করেন তিনি। এমপি আবু জাহির বলেন- বেশ কিছুদিন ধরে শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। তিনি এ সংবাদ ফলাও করে পত্রিকায় তুলে ধরার আহবান জানান। রোববার সকালে ‘দৈনিক হবিগঞ্জের মুখ’ পত্রিকার নিয়মিত প্রকাশনার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। এ সময় তিনি আরো বলেন- যারা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় চাকুরি লাভ করে কর্মস্থলে ফাঁকি দেন এবং অন্য লোক দিয়ে ফক্সি দিয়ে অবৈধ উপায়ে টাকা উপার্জন করেন তাদের মুখোশ উন্মোচন করতে হবে। হবিগঞ্জের মুখ মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা লালন করবে এ প্রত্যাশাও ব্যক্ত করেন এমপি আবু জাহির।
দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সম্পাদক হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ব্যা বিপিএম পিপিএম সেবা, আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ রোটারিয়ান ডাঃ মোঃ জমির আলী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নুরুল আমিন ওসমান, রোটারিয়ান কবি তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, সহযোগী সদস্য বাদল কুমার রায়, আমেরিকার বিনোদন ম্যাগাজিন দিনবদল এর প্রধান সম্পাদক সেলিম আজাদ, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, অ্যাডঃ শাহ ফখরুজ্জামান, লায়ন প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল, অ্যাডঃ রুখসানা জামান চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ মোঃ সিরাজুল ইসলাম, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন, মানবাধিকার কর্মী অ্যাডঃ তাহমিনা খান জলি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের সাধারণ সম্পাদক অ্যাডঃ শিবলী খায়ের, জেলা কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবির রেজা, জেলা সাংবাদিক ফেরাম সভাপতি শাকিল চৌধুরী, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, সাংবাদিক মাহমুদ সেলিম রেজা, বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম, নাগুরা ফার্ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল খান, রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল এর পাস্ট প্রেসিডেন্ট তবারক এ লস্কর, রোটারিয়ান শেখ আব্দুল্লাহ মোশাহিদ, মানবাধিকার কর্মী অ্যাডঃ শায়লা খানম, ব্যকস সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য নূরুজ্জামান ভূইয়া মামুন, রাশেদ আহমদ খান, মোহাম্মদ নূর উদ্দিন, আব্দুল হালীম, শরীফ চৌধুরী, শ্রীকান্ত গোপ, মুজিবুর রহমান, আব্দুর রউফ সেলিম, সুকান্ত গোপ, বদরুল আলম, বিশিষ্ট হাকিম ও চিকিৎসক ডাঃ এমএ আলীম, ইলিয়াছ আলী মাসুক, সমাজকর্মী লেখক মনসুর আহমেদ, রুবেল আহমেদ, রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াইর প্রেসিডেন্ট বেলায়েত হোসেন, সাংবাদিক কাউছার আহমেদ, জুয়েল চৌধুরী, মহসিন সাদেক, এম সজলু, শাহ কামাল, শাহ জালাল উদ্দিন জুয়েল, উত্তম কুমার পাল হিমেল, নায়েব হুসেন, কামরুল ইসলাম, এ. এম শাহ আলম, নূর উদ্দিন সুমন, মোঃ নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়নের এম.এ হাকিম, হবিগঞ্জ সংবাদপত্র হকার সমিতির সভাপতি কামাল খান, সংবাদপত্র বিক্রেতা মোঃ ছন্দু মিয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রভাষক সাদিরুজ্জামান খান জোসেফ। অনুষ্ঠানে দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার নির্বাহী সম্পাদক প্রদীপ দাশ সাগর, বার্তা সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, সিনিয়র রিপোর্টার এস এম সুরুজ আলী, স্টাফ রিপোর্টার মোঃ মামুন চৌধুরী, স্টাফ রিপোর্টার সৈয়দ ইব্রাহীম মিজান, স্টাফ রিপোর্টার ফয়সল মাহমুদ, সার্কুলেশন ম্যানেজার নায়েব আলী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন- সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি পত্রিকা প্রতিষ্ঠিত করা। তার সহকর্মীদের নিয়ে তিনি এ স্বপ্ন পূরণ করেছেন। আমরা মনে করি হবিগঞ্জের মুখ পত্রিকাটি সকলের সহযোগিতায় সর্বাধিক পাঠকপ্রিয় হবে। এ পত্রিকাটি হবিগঞ্জের সমস্যা সম্ভাবনা নিয়ে কথা বলবে। সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করে তা হবিগঞ্জ তথা জাতির কাছে তুলে ধরবে।