স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে দ্বিতীয় দিনে বিভিন্ন স্থানে চেকপোষ্ট বাসিয়ে অবৈধ অর্ধশতাধিক মোটর সাইকেল আটক করা হয়েছে। পালিয়ে যাওয়ার সময় ৩ মোটর সাইকেল আরোহীকে আটক করা হয়েছে। গতকাল রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বাসিয়ে চোরাই ও নাম্বারবিহীন অর্ধশতাধিক মোটর সাইকেল আটক করা হয়। এদিকে কোর্ট স্টেশন এলাকায় পুলিশের সিগনাল অমান্য করে তিন ব্যক্তি মোটর সাইকেল যোগে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে তিন জনকে আটক করে। তারা হলো, রহমত আলী, আশিক মিয়া ও শাহ নেওয়াজ। সদর থানার এসআই সাহিদ মিয়া জানান, পুলিশের সিগনাল অমান্য করে পালিয়ে যাওয়ার সময় ৩ ব্যক্তিকে আটক করা হয়। এ অভিযান এক মাস পর্যন্ত চলবে। আটক অর্ধশতাধিক মোটর সাইকেল থানা হেফাজতে রাখা হয। অনেক চালকরা কাগজপত্র নিয়ে আসার কথা বলে সটকে পড়ে।