নবীগঞ্জ প্রতিনিধি ॥ হাদী মোহাম্মদ এর বিদেশ গমন উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় আনমনু গ্রামের সানু মিয়ার বাড়ীতে ৩ নং ওয়ার্ড যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এক বিদায় সংবর্ধনা দেয়া হয়। ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ সমুজ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছানু মিয়া এবং পৌর ছাত্রদল নেতা সাবেল মিয়ার যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক আব্দুল বাকির চৌধুরী এমরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিউর আহমেদ চৌধুরী। এছাড়া অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমদ, যুবদল নেতা ফকিরুল ইসলাম, হেলাল মিয়া, সাজন মিয়া, তযব আলী, কিম্মত আলী, সাইদুর রহমান, জদন মিয়া, রিন্টু, ছাত্রদল নেতা মছব্বির, সিকন্দর আলী, অপু, সৌরভ আহমদ, পলাশ, এনামুল হক, সামির খান, মিঠন আহমদ, অভি, দীুপু, বাবলু আহমদ, রুবেল, ছমির, মামুন, সাদ্দাম, মিল্টন, ছান আহমদ, ইব্রাহিম, রুবাদ আহমদ, মোঃ সাহনাজ মিয়া, সাইফুর, মোশারফ আহমদ প্রমুখ।