স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চতুর্থ দিনে উচ্ছেদ অভিযান চালিয়েছেন জেলা প্রশাসন। গতকাল শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঈদগাহ রোড, ঈদগাহ বাইপাস, ২নং পুল, শায়েস্তাগনগর, পইল রোড, ৩নং পুলসহ বিভিন্ন এলাকার সরকারি জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানার নেতৃত্বে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় এক্সেভেটর মেশিন দিয়ে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।
জানা যায়, শহরের বিভিন্ন এলাকায় সরকারি জায়গা ড্রেন, খাল, পুরাতন খোয়াই নদীর ওপর অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এ সব স্থাপনার কারণে সামান্য বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। জলাবদ্ধতা নিরসন ও সরকারি জায়গা দখলমুক্ত করতেই অভিযান চালানো হয়েছে। পর্যালোচনাক্রমে খোয়াই নদীসহ বিভিন্ন সরকারী জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।