স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের অনন্তপুর থেকে বাছির মিয়া (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। সে বহুলা গ্রামের আব্দুল হামিদের পুত্র। গতকাল শুক্রবার সন্ধ্যায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকার একটি বাসা থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বাছিরের বিরুদ্ধে ইয়াবা বিক্রি ও সেবনের একাধিক মামলা রয়েছে। এতদিন সে আত্মগোপনে ছিল।