প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই নৌকার পক্ষে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মাঠে নামতে শুরু করেছেন। গতকাল বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন ছাত্রলীগ নৌকার পক্ষে মাঠে নামে। নৌাকা প্রতীকের সমর্থনে ছাত্রলীগের এই শো-ডাইন শহরবাসীতে তাক লাগিয়েছে। শুক্রবার সকালে ছিল বৃষ্টি। সারাদিন ছিল মেঘলা আকাশ। কিন্তু বিকেলে হতেই ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে জড়ো হতে থাকেন মিজানুর রহমান মিজানের নির্বাচনী কার্যালয় ও জেলা আওয়ামীলীগ কার্যালয়ে। আয়োজক ছিল যদিও ছাত্রলীগ কিন্তু নৌকার টানে সেখানে ছুটে আসেন বিভিন্ন সহযোগী সংগঠনের জেলার শীর্ষ নেতৃবৃন্দ। পরে মিছিলটি বের হয়ে নৌকা নৌকা শ্লোগানে মুখরিত হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের সামনে থেকে আওয়ামীলীগের মেয়র প্রার্থী মিজানুর রহমান মিজান ভোটারদেরকে সালাম ও শুভেচ্ছা জানান। পরে মিছিলটি চৌধুরী বাজার পয়েন্টে গিয়ে শেষ হলে সেখানে পথ সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মহিবুর রহমান মাহির সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন, জেলা মৎস্যজীবীলীগ সভাপতি আব্দুর রহমান, জেলা কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবির রেজা, জেলা মৎস্যজীবীলীগ সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, জেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল মালেক, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল দুদু, জেলা তাতীলীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহ-সভাপতি সাজু নাসের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মহিবুল আলম জীবন, পৌর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহ জালাল উদ্দিন জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম পলাশ, সাবেক গ্রন্থনা বিষয়ক সম্পাদক সাহাবুর রহমান, পৌর আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ দুদু মিয়া, জেলা যুবলীগের সদস্য আরজু আহমেদ, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাওন আল হাসান, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুবেদ আহমেদ সবুজ, বৃন্দাবন কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আসিফ চৌধুরী, তোফাজ্জল ইসলাম, আব্দুল বাতেন শুভ, মুবিন আহমেদ, সুজন হাওলাদার, অপু আহমেদ, মোছাব্বির চৌধুরী, রুকন উদ্দিন, পৌর ছাত্রলীগ নেতা ইরফান আহমেদ মুন, ঝুমুর খান, উজ্জল আহমেদ, আজমান মিয়া, অপু, শান্ত, শিপন, মোছাব্বির, পাপ্পু, ছিদ্দিক, সাগর, হৃদয়, ফেরদৌস, সান্টু, অয়ন, পিংকু, কাশেম, রায়হান, সাজন, উজ্জল, নাছির, রাজিব, জন প্রমুখ।
এদিকে নৌকা প্রতীকের সমর্থনে নারী নেতৃবৃন্দসহ বিভিন্ন টিম শহরের বাসায় বাসায় গণসংযোগ অব্যাহত রাখে। মেয়র প্রার্থী মিজানুর রহমান মিজানও দলীয় নেতা-কর্মী ও সমর্থকদেরকে নিয়ে বিভিন্ন এলাকায় গতকাল গভীর রাত পর্যন্ত গণসংযোগ করেন।