স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে মহিলা ছিনকারীর উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গতকাল শুক্রবার বিকালে সদর থানার পুলিশ শহরের কোর্ট মসজিদ এলাকার চাঁদের হাসি ক্লিনিকের নীচ থেকে নাজমা আক্তার (২৮) নামের এক মহিলা ছিনতাইকারীকে আটক করা হয়। সে মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকার মনু মিয়ার কন্যা ও ইয়াছিন আহমেদের নেতৃত্বে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মহিলা ছিনতাইকারী শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থান থেকে মহিলা রোগীদের কাছ থেকে মোবাইল ফোনসহ টাকা পয়সা হাতিয়ে নেয়। গতকাল ওই সময় চাদের হাসি ক্লিনিকে এক মহিলা রোগীর মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার সময় স্থানীয় লোকজন নাজমাকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে তারা থানায় নিয়ে আসে।