প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার কন্যাদান অনুষ্ঠানকে সামনে রেখে বরকন্যাকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান আগাম উপহার দিয়েছেন। গতকাল পৌরভবনে আলহাজ্ব জি কে গউছের হাতে অর্ধলক্ষাধিক টাকার বিয়ের শাড়ী উপহার হিসেবে তুলে দেন আলনুর সিটি’র স্বত্তাধিকারী লুৎফুর রহমান তাহের। ১২ দম্পতির জন্য ১২ সেট রান্না-বান্নার সরঞ্জামাদি উপহার দেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ সৈয়দ আবরার জাবের। বানিয়াচংয়ের ছাত্র মাহমুদুল হাসান দিলশান দম্পতিদের জন্য বিয়ের উপহার হিসেবে ১২ সেট ছাতা উপহার দেন। এ সময় মেয়র উপহার দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর পিয়ারা বেগম, সালমা আক্তার চৌধুরী, সৈয়দা লাভলী সুলতানা, গৌতম কুমার রায়, শেখ নুর হোসেন, আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীরসহ অন্যান্যরা