স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর জাতীয় ছাত্র সমাজের প্রচার সম্পাদক সাজু তালুকদারের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী ১৯ দলীয় জোটের নেতা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আতিকুর রহমান আতিককে সমর্থন করেছেন। শনিবার জাপা নেতা আতিকুর রহমান আতিকের দক্ষিণ শ্যামলীস্থ বাস ভবনে এসে ছাত্র সমাজ নেতৃবৃন্দ আতিকুর রহমান আতিকের হাতে ফুলের তোড়া দিয়ে পূর্ন সমর্থন জানান। এ সময় জাপা নেতা আতিকুর রহমান আতিক বলেন, জাতীয় ছাত্র সমাজের সকল নেতৃবৃন্দকে নিয়ে আমি কাজ করতে চাই। ছাত্র সমাজতে নতুন ভাবে সাজাতে চাই। পূর্বের ছাত্র সমাজের কমিটিতে অনেকেই অ-ছাত্র ছিল। এদের দিয়ে ছাত্র সমাজ চলবে না। তিনি ছাত্র সমাজের কর্মীরা ঐক্যবদ্ধ কাজ জাতীয়তাবাদী শক্তির পক্ষে কাজ করার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাপার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর জিয়াউল জিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোতাব্বির হোসেন ফটিক, জাপা নেতা সৈয়দ আখলাক উদ্দ্নি মুনসুর, ফকির হুমায়ুন কবির, আব্দুল খালেক, মহিব আল হাসান, ছাত্র সমাজ নেতা সাবিদ হুসেন, ফয়েজ আমেদ, বিশাল, রিয়াজ উদ্দিন, শান্ত, সৈকত, রাজীব, জামিল হোসেন, নওশাদ, সানি, হাফিজ, রাজু, রিপন, রাশেদ, মুনায়েম, জাকির প্রমুখ।