এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে অভ্যন্তরীণ কোন্দল ও পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে নিহত ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরী খুনের প্রধান আসামী হাবিবুর রহমান হাবিবের জামিন নামঞ্জুর হয়েছে। গতকাল জুডিশিয়াল ম্যাজেষ্ট্রিট আদালতে আসামী পক্ষের আইনজীবী জামিনের আবেদন জানালে বিজ্ঞ বিচারক আলোচিত ওই আসামী হাবিবের জামিন নামঞ্জুর করেন। আজ রিমান্ড আবেদন শুনানীর সম্ভাবনা রয়েছে মর্মে নিশ্চিত করেন তদন্ত কর্মকর্তা এএসপি নাজমূল ইসলাম। ২৪ ফেব্র“য়ারী অভ্যন্তরীণ কোন্দল ও সংঘর্ষের নেপথ্য পরিকল্পনা এবং হেভেন চৌধুরী হত্যার মোটিভ উদঘাটনে অধিকতর তদন্ত শুরু হয়েছে। মূল পরিকল্পনা সামনে নিয়ে এগুচ্ছে পুলিশ। সার্বিক বিষয়ে মনিটরিং করছেন হবিগঞ্জ পুলিশ সুপার মোঃ কামরুল আমিন। মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারের দাবিতে নয়মৌজা অঞ্চলের তরফ থেকে একাধিক বৈঠকের খবর পাওয়া গেছে। চলতি সপ্তাহে হবিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে মাধ্যমে নতুন কর্মসুচী দেয়ার তথ্য জানিয়েছেন ওই অঞ্চলের আন্দোলনকারী নেতা বজলুর রশিদ। আদালত সূত্রে প্রকাশ, উপজেলার আলোচিত হেভেন হত্যা মামলার প্রধান আসামী উপজেলা ছাত্রলীগের (বহিস্কৃত) আহবায়ক হাবিবুর রহমান হাবিবকে গত বৃহস্পতিবার রাতে ঢাকা মেট্রোপলিটন ডিএমপির সহায়তায় গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার হাবিবকে জেল হাজতে প্রেরণ করা হয়। এসময় ৬দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা হবিগঞ্জ পুলিশের সহকারী সুপার নাজমূল ইসলাম। গতকাল আসামী পক্ষে জামিনের আবেদন করেন সিনিয়র আইনজিবী এডভোকেট আবুল খয়ের। আসামী ও বাদিপক্ষে শুনানীতে অংশ নেন এডভেকেট ছুফি আহমদ, এডভোকেট আবুল কাশেম ও এডভোকেট মুফাজ্জল হোসেন। দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ আদালত আসামীর জামিন নামঞ্জুর করেন। মামলার পরবর্তী তারিখ ১১ মে ধার্য্য করা হয়েছে।
উল্লেখ্য, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বোরহানপুর গ্রামের উদীয়মান ছাত্র নেতা হেভেন চৌধুরী ২৪ ফেব্র“য়ারী শহরের নতুন বাজার মোড়ে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল ও দোকানের পাওনা ২লাখ ৭০ হাজার টাকা নিয়ে বিরোধের জের ধরে হামলায় গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় ২৮ মার্চ বিকেল পৌনে ৫টায় মারাযান হেভেন। নিহত হেভেন চৌধুরীর পিতা মকবুল হোসেন চৌধুরী ২ মার্চ (নবীগঞ্জ থানার মামলা নং-০২) থানায় ছাত্রলীগ আহবায়ক (বহিস্কৃত) হাবিবুর রহমান হাবিব ও ৩ যুগ্ম আহবায়কসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।