চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের হুড়ারকুল গ্রামের সমছু মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (২৫) কে বৈদ্যুতিক শর্ট দিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। এ ব্যাপারে রুবেল মিয়ার পিতা সমছু মিয়া হবিগঞ্জ আদালতে ৪জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এদিকে অভিযুক্ত আব্দুল হামিদ নীলু মিয়াসহ তার লোকজন ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হুমকী দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে শামীম মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি জি.ডি. এন্ট্রি করেন। জি.ডি. সূত্রে জানা যায়, আব্দুল হামিদ আরজু মিয়াসহ গংরা দীর্ঘদিন পূর্বে জমি জমা সংক্রান্ত বিরোধ হিসেবে হামিদ মিয়ার বিরুদ্ধে শামীম মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় পৃথক ২টি মামলা (নং-২০, তাং- ১৯/০৯/২০১৩ ও মামলা নং ১০, তাং-১৩/০৪/২০১৪ইং) দায়ের করেন। ওই মামলা থেকে আব্দুল হামিদ গংরা বাঁচতে বিভিন্নভাবে ষড়যন্ত্রের পথ খুঁজে বেড়াচ্ছে। তারা এসিড, গুম, হত্যাসহ নানা ফন্দি পাতছে। আব্দুল হামিদের এ সমস্ত ষড়যন্ত্রের বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে অবহিত করান শামীম। উল্লেখ্য যে, বিদ্যুতে শর্ট দিয়ে আহত রুবেল ও শামীম মিয়া পরস্পর আত্মীয় সম্পর্ক হওয়ায় শামীমকে জড়িয়ে ষড়যন্ত্রের পথ বেঁছে নিয়েছে আব্দুল হামিদ গংরা। গত ৮ এপ্রিল রাত ৮টার দিকে রুবেল মিয়াকে আব্দুল হামিদগংরা পূর্ব শরুতার জের ধরে বৈদ্যুতিক শর্ট দিয়ে তার শরীর ঝলসে দিয়েছে। গুরুতর আহত অবস্থায় চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়। বৈদ্যুতিক তারে শর্ট দিয়ে রুবেলের বুক, হাত, পা ও কপাল পুড়ে দিয়েছে হামিদ গংরা। বর্তমানে রুবেল চুনারুঘাট হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ব্যাপারে রুবেলের পিতা শমছু মিয়া বাদী হয়ে আব্দুল হামিদসহ ৪জনের বিরুদ্ধে হবিগঞ্জ কোর্টে মামলা দায়ের করেন। মামলা নং-৭৮/১৪। এ নিয়ে এলাকায় দু’পরে মাঝে টান টান উত্তেজনা বিরাজ করছে।