স্টাফ রিপোর্টার ॥ ৩ দিন যাবৎ কয়েক ঘন্টার বৃষ্টিতে হবিগঞ্জ শহরের অধিকাংশ এলাকার মানুষ পানিবন্ধী। এ অবস্থা থেকে শহরবাসীকে রক্ষা করতে পৌর কতৃপক্ষ ব্যর্থ হলেও এলাকার যুবকদের প্রচেষ্টায় পানিবন্ধী অবস্থা থেকে কিছুটা হলেও রক্ষা পেয়েছে শহরের বগলা বাজার, কামড়াপুর, নাতিরপুর, বাতিরপুর, নোয়াহাটি কালীগাছতলা সহ আশপাশ এলাকার পানিবন্ধী মানুষ। স্বেচ্ছাশ্রমে নাতিরপুর, বগলা বাজার ও কামড়াপুর এলাকার যুবকরা দখলদারদের অবৈধ দখলে থাকা খাল ও ড্রেনগুলোকে পরিস্কার করে দেয়ায় ধীরগতির পানি কিছুটা হলেও দ্রুত গতিতে নামতে শুরু করে। খবর পেয়ে পানিবন্ধী মানুষদের দেখতে আসেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। এ সময় তিনি দখলদাররা খাল ও ড্রেনের উপর অবৈধ স্থাপনা নির্মান করে কিভাবে পানি নিস্কাশনের পথ রুদ্ব করে হাজার হাজার মানুষকে কষ্ট দিচ্ছে তা দেখে হতবিহ্বল হয়ে পড়েন। তিনি সাথে সাথে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশীল সাথে যোগাযোগ করে খাল ও ড্রেনের উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের কথা বলেন। জেলা প্রশাসক শীঘ্রই ভূমি দস্যুরা কতৃক দখল হয়ে যাওয়া ড্রেন ও খাল পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনে নিজের দৃর অবস্থানের কথা জানান। এ সময় অন্যান্যের মধ্যে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি প্রদীপ দাশ সাগর ও জেলা সাংবাদিক ফোরাম সভাপতি শাকিল চৌধুরী উপস্থিত ছিলেন।