মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে অসহায়, দুস্থ ও গরীবের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম-পিপিম। গতকাল সোমবার নবীগঞ্জ থানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বেদে সম্প্রদায়সহ শতাধিক সুবিধাবঞ্চিত লোকজনের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় নবীগঞ্জ বাহুবল উপজেলার দায়িত্বপ্রাপ্ত সার্কেল এ এসপি পারভেজ আলম চৌধুরী, নবীগঞ্জ অফিসার ইনচাজ ইকবাল হোসেনসহ থানার অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।