স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। বিশেষ অতিথি ছিলেন-হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কুদ্দুছ সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক প্রমূখ। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক সেলিম আজাদ, নির্মল ভট্রাচার্য্য রিংকু, শাহ ফখরুজ্জামান, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সায়েদুজ্জামান জাহির, আবু ছালেহ নুরুজ্জামান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, শ্রীকান্ত গোপ, মোহাম্মদ নুর উদ্দিন, সদস্য চৌধুরী মাসুদ আলী ফরহাদ, এসএম সুরুজ আলী প্রমূখ। ইফতার মাহফিলে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি প্রদীপ দাশ সাগর ও সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া।