প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাব উদ্দিন শান্তি’র পিতা বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক মেম্বার আলহাজ্ব আশরাফ উদ্দিন গতকাল রবিবার সন্ধ্যা ৬.৫৫ ঘটিকার সময় নিজ বাড়ি সাকোয়া গ্রামে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহি -রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৫ ছেলে ৫ মেয়ে, ২ স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং বহু গুনগ্রাহী রেখে মারা যান। মরহুমের বড় ছেলে সাহাব উদ্দিন শান্তি গ্রাম্য দাঙ্গা-হাঙ্গা ও মামলা মোকদ্দমার কারনে দীর্ঘদিন ধরে বাড়ি ছাড়া। এলাকাবাসী মানবিক কারনে শান্তিকে তার বাবার শেষ দাফন কাজে অংশ নেয়ার সুযোগ করে দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে, আলহাজ্ব আশরাফ উদ্দিনের মৃত্যুতে লন্ডন থেকে এক বার্তায় শোক প্রকাশ করেছেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয নেতা আলহাজ্ব শেখ সুজাত মিয়া, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক শিহাব চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি এটিএম সালাম। নেতৃবৃন্দ এক বিবৃতিতে শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।