স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিভিন্ন স্থানে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা পিপিএম-বিপিএম এর ব্যক্তিগত উদ্যোগে এতিম ও অসহায়দের মধ্যে ঈদবস্ত্র ও সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি গতকাল আ’লা হযরত ইমাম আহমদ রেযা (রাঃ) সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও রামপুর এলাকার আহলহাজ¦ হামিদা খয়ের চৌধুরী-মাহমুদা খাতুন হাফিজিয়া এতিমখানা, তৈতুয়া মহিলা মাদ্রাসা, সরকারী শিশু পরিবারসহ হবিগঞ্জের বিভিন্ন স্থানে এই ঈদবস্ত্র বিতরণ করেন। রামপুর হাফিজিয়া এতিমখানায় ঈদবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর মডেল থানা ওসি মুহাম্মদ সহিদুর রহমান, ওসি তদন্ত জিয়াউর রহমান, ট্রাফিক ইন্সেপেক্টর ফারুক আল মামুন ভ্ইূয়া, প্রাক্তণ ব্যাংকার খায়ের উদ্দিন আহমেদ চৌধুরী, মঈন উদ্দিন চৌধুরী সুমন, সাংবাদিক ছানু মিয়া, এসএম সুরুজ আলী প্রমুখ। এছাড়াও পুলিশ সুপার হবিগঞ্জের প্রতিটি থানায় দরিদ্র অসহায়দের মধ্যে ঈদ সামগ্রীয় বিতরণ করছেন। এসময় পুলিশ সুপার সমাজের বিত্তবানদের ঈদবস্ত্রসহ সামগ্রীয় বিতরণে এগিয়ে আশার আহ্বান জানান।