স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ মোঃ আবু জাহির এমপি বলেছেন, পবিত্র রমজান মাসে ইফতার মাহফিলের আয়োজন একে অন্যের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। অন্যান্য বছর আমরা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে সর্বস্তরের লোকজনের অংশগ্রহনে ইফতারের আয়োজন করেছি। এই বছর সবক’টি ইউনিয়নে আয়োজন না হলেও শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ব্যানারে ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অতীতে জেলা আওয়ামী লীগের ইফতার মাহফিলে আমরা অনেক চেষ্টা করেও একজন এমপিকে নিয়ে আসতে পারিনি। টানা তিনবার আপনারা আমরা দুইজনকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন। এখন দুইজন সংসদ সদস্য দলীয় সকল কর্মকান্ডে উপস্থিত থাকি। তিনি বলেন, সারাদেশে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ একটি উদাহরণ। আমাদের ইফতার মাহফিলে প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত থাকেন। দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা হবিগঞ্জে আওয়ামী লীগকে সুসংগঠিত করেছি। এই ধারাবাহিকতা রক্ষা করতে হলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
গতকাল সোমবার জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইফতার মাহফিল আয়োজক কমিটির সদস্য সচিব অ্যাডঃ লুৎফুর রহমান তালুকদারের পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল মজিদ খান এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও পিপি অ্যাডঃ সিরাজুল হক চৌধুরী, সহ সভাপতি আলহাজ্ব মো: আরব আলী, শেখ সামছুল হক, অ্যাডঃ আলমগীর চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবীর রেজা, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী।
মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি আলমগীর হোসাইন সাইফী।
ইফতার মাহফিলে হবিগঞ্জের বিভিন্ন উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।