প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল সামাজিক সংগঠন আপনজনের উদ্যোগে অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাদল রায়। সাধারণ সম্পাদক এডঃ কামরুল হাছান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন, শচীন্দ্র কলেজে সহকারী অধ্যাপক মোঃ তরিকুল ইসলাম হারুন, কৃষি ব্যাংক কর্মকর্তা জিতেশ রঞ্জন সুত্রধর, টিআইবি কর্মকর্তা জোবায়ের আহমেদ চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোঃ আব্দুল্লাহ, সহ-সভাপতি শফিকুর রহমান তোফায়েল, অডিট কমিটির আহবায়ক মোঃ মকসুদ আলী,পার্থ সারথী তালুকদার ও আনিসুর রহমান তালুকদার প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ মোর্শেদ কামাল, হাজী কুতুব উদ্দিন, এডঃ আজিজুল হক চৌধুরী জুয়েল, সিরাজ উদ্দিন, আবু মোতালেব খান লেবু, জুলফিকার আলম চৌধুরী লাল, জনতা ব্যাংক ম্যানেজার আঃ রকিব, ফরাশ উদ্দিন, আক্তারুজ্জামান, বখতিয়ার উদ্দিন তালুকদার শাহজাহান, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রধান শিক্ষক ফজলুল করীম খসরু ও গীতা পাঠ করেন প্রধান শিক্ষক প্রাণেশ রঞ্জন দাশ। বস্ত্র বিতরণ শেষে আপনজন সদস্যগণ সংগঠনের সদস্য যুক্তরাজ্য প্রবাসী জোবায়ের আহমেদের আমন্ত্রণে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এদিকে গত শনিবার আপনজনের উদ্যোগে ও আপনজন সদস্য ইংল্যান্ড প্রবাসী মোর্শেদ আহমেদের আর্থিক সহায়তায় হবিগঞ্জ আহ্ছানিয়া মিশন এতিমখানার ছাত্রদের মাঝে ঈদ উপলক্ষ্যে পাঞ্জাবী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আপনজন সভাপতি বাদল রায়, সাধারণ সম্পাদক এডঃ কামরুল হাছান চৌধুরী, আহ্ছানিয়া মিশন এতিমখানার সম্পাদক শামীম আহছান, সাবেক সভাপতি মোঃ আব্দুল্লাহ, সাবেক সভাপতি এডঃ ছগীর আহমেদ সাজ্জাদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম হারুন, সদস্য প্রাণেশ রঞ্জন দাশ, ফজলুল করীম খসরু প্রমুখ। আপনজন জন্মলগ্ন থেকেই এধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।