স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার উমেদনগর এলাকায় গনসংযোগ করেছেন মেয়র প্রার্থী শেখ তারেক উদ্দিন সুমন। গত শনিবার দিনভর তিনি গনসংযোগন করেন। গনসংযোগকালে সাথে বিশিষ্ট মুরুবিয়ান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। গসংযোগকালে তিনি হবিগঞ্জ পৌরবাসীর, দোয়া, আর্শিবাদ, ভোট ও সার্বিক সহযোগিতা কামনা করেন।