প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে সুশাসনের জন্য প্রচারাভিযান সুপ্র প্রাক বাজেট আলোচনায় কৃষি বান্ধব ও জেলা বাজেট প্রণয়নের দাবী জানিয়েছে। এছাড়াও অঞ্চল ও বিষয় ভিত্তিক প্রয়োজনকে অগ্রাধীকার দেয়া এবং জনপ্রতিনিধি ও জনগনকে আরও বেশী সম্পৃক্ত করে যেন বাজেট প্রণয়ন করা হয় সেই দাবীও জানানো হয়।
গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সুপ্র হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুব্রত বৈষ্ণব এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আবদুর রউফ। আলোচনায় অংশ নেন, জেলা সমাজ সেবা কর্মকর্তা শোয়েব হোসেন চৌধুরী, জাহানার আফছর, এডভোকেট শাহ ফখরুজ্জামান, মোহাম্মদ আলী মমিন, জালাল আহমেদ প্রমুখ।