এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থানা পুলিশ গতকাল রবিবার দুপুরে উপজেলার আমড়াখাই গ্রামের উত্তর পাশে বিবিয়ানা নদী থেকে ভাসমান অবস্থায় জীবন দাশ (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে। নিহত জীবন দাশ দিরাই উপজেলার কুলঞ্জ ইউপির কুলঞ্জ গ্রামের জয় কৃষ্ণ দাশের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলঞ্জ ইউপির কুলঞ্জ গ্রামের জয় কৃষ্ণ দাশের ছেলে জীবন দাশ (২৫) বিগত ১৩ মে নিখোজঁ হয়। পরে একই এলাকার রাজন মিয়া নামক এক যুবক জীবন দাশের ব্যবহৃত মোবাইল ও মানিব্যাগ তার পরিবারের নিকট এনে দেন। পর দিন ১৪ মে জীবন দাশের বাবা দিরাই থানায় বিষয়টি সাধারণ ডায়েরী করেন। নিখোজেঁর ২০ দিন পর বিবিয়ানা নদীতে জীবন দাশের মৃত দেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে এসআই শাহীন আহমদের নেতৃত্বে একদল পুলিশ তার মৃত দেহ উদ্ধার করেন। ধারনা করা যাচ্ছে, অজ্ঞাতনামা দুর্র্বৃত্ত তাকে হত্যা করে লাশ উল্লেখিত স্থানে ফেলে দেয়।