স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হবিগঞ্জ জেলা যুবলীগের হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে প্রায় ৪ শতাধিক দরিদ্র অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে রেডক্রিসেন্ট কার্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম ও পরিচালনা করেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম, জেলা যুবলীগ নেতা মঈন উদ্দিন চৌধুরী সুমন, নিজামুল উদ্দিন শরীফ জনি, নুরুল আমীন, আলম মিয়া, সুহেল আফজাল, আমির হোসেন, ফাহিম প্রমূখ। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন যুব রেডক্রিসেন্ট এর নেতৃবৃন্দ।