মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী সাগর সরকারকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ৭নং বড়ইউড়ি ইউপি এলাকা থেকে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৮ মে চিলারাই গ্রামের প্রবাদ সরকার এর ছেলে সাগর সরকার (১৬) একই গ্রামের ৪ বছরের এক শিশু কন্যাকে ফুসলিয়ে বাড়ীর পার্শ্ববর্তী পাঠক্ষেতে নিয়ে ধর্ষণ করে। ধর্ষকের কবল থেকে পালিয়ে এসে ওই শিশু কন্যা বাড়ীতে তার মায়ের কাছে এ বিষয়টি জানায়। এক পর্যায়ে শিশুটির অবস্থা খারাপের দিকে গিলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় গত ৩০ মে শিশু কন্যার পিতা রতীন্দ্র সরকার বাদী হয়ে সাগর সরকারকে প্রধান আসামী করে থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে এসআই মোঃ জুলহাস উদ্দিনকে। মামলা দায়ের এর ১দিনের ব্যবধানে আসামী সাগর সরকার (১৬)কে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ মোবারক এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মামলাটি থানায় রেকর্ড হওয়ার ১দিনের মধ্যেই মূল আসামী সাগর সরকারকে গ্রেফতার করা হয়েছে।