শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

বানিয়াচঙ্গে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে পুলিশ সুপার ॥ অসহায় হতদরিদ্র মানুষের মুখের হাসি দেখলে তৃপ্তি পাই

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ মে, ২০১৯
  • ৮৪৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বলেছেন-বর্তমান পুলিশ আর অতীতের পুলিশের মধ্যে অনেক পার্থক্য। বর্তমান পুলিশ ইচ্ছা করলেই যেনতেনভাবে তার দায়িত্ব পালন করতে পারবে না। প্রতিটি কাজে তাকে জবাবদিহিতার মধ্যে থাকতে হয়। পুলিশ জনগণের শাসক নয়, সেবক হিসেবে কাজ করছে। সমাজের সকল শ্রেণীর মানুষ যেন তার আইনগত সুবিধা পায়, এ লক্ষ্যে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সমাজের অসহায় হতদরিদ্র শ্রেণীর লোকজন যে কোন আইনগত সহযোগিতার জন্য থানায় আসলে তারা যেন বিমূখ হয়ে ফিরে না যায়, সে বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, অসহায় হতদরিদ্র মানুষের মুখের হাসি দেখলে আমি তৃপ্তি পাই। সমাজের বিত্তবানরা যদি তাদের প্রতি একটু সদয় হন, তাহলে এসকল মানুষজন কিছুটা হলেও পরিবার পরিজনদের নিয়ে ঈদের আনন্দটুকু উপভোগ করতে পারবে। আসুন আমরা এদের প্রতি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেই।
গতকাল বানিয়াচং থানা প্রশাসন আয়োজিত অসহায় হতদরিদ্র মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ উল্যা উপরোক্ত কথাগুলো বলেন। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ মোবারক, ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাস, এসআই হুমায়ুন কবির, আমিনুল হক, আব্দুল ছালাম, সালাউদ্দিন, প্রেসক্লাব সেক্রেটারী তোফায়েল রেজা সোহেল, চ্যানেল এস ও হবিগঞ্জ জনতা এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার মখলিছ মিয়া, সাংবাদিক আতাউর রহমান মিলন প্রমুখ।
উল্লেখ্য, বানিয়াচং থানা পুলিশের পক্ষ থেকে প্রায় শতাধিক অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com