প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছের ৪৬তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হবিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। গতকাল সন্ধ্যায় কর্মকর্তা-কর্মচারীরা মেয়রকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তার বাসভবনে যান। এসময় তাকে ফুলের তোড়া উপহার দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মেয়সবাইকে ধন্যবাদ জানিয়ে হবিগঞ্জ পৌরসভার নাগরিক সুবিধা বৃদ্ধিতে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় হবিগঞ্জ পৌরসচিব নুর আজম শরীফ, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, পৌরকর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস, সাধারন সম্পাদক মহিবুর রহমান দুলনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।