মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে এএসপির গাড়ির ধাক্কায় দু’সহোদর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার খান্দুরা গ্রামের কামাল মিয়ার ছেলে জুমন মিয়া (২৮) ও সুমন মিয়া (৩৫)। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সিলেট মেট্রোপলিটনের এএসপি অমূল্য কুমার চৌধুরী একটি প্রাইভেটকারযোগে (নং-সিলেট-মেট্রো-১১-০০৫৬) ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি মামলার স্বাক্ষী দিয়ে সিলেট যাবার পথে নয়াপাড়া এলাকায় পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দু’সহোদর আহত হয়। গুরুতর আহত অবস্থায় জুমন ও সুমনকে মাধববপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করেন। তবে এতে প্রাইভেটকার আরোহী এএসপি অমূল্য কুমার চৌধুরী অক্ষত রয়েছেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি লিয়াকত হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।