প্রেস বিজ্ঞপ্তি ॥ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে হবিগঞ্জ পৌর এলাকার দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে ভিজিএফের চাল। গতকাল সকালে হবিগঞ্জ শহরের ৩ নং ওয়ার্ডের নিরদাময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস। হবিগঞ্জ পৌরসভার ৯ টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডের নির্ধারিত কেন্দ্রে চাল বিতরণ কর্মসূচী পরিচালিত হয়। চাল বিতরণকালে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ৯ টি ওয়ার্ডে ৪ হাজার ৬ শ ২১ জন ভিজিএফ কার্ডধারী রয়েছেন। প্রত্যেক কার্ডধারীকে ১৫ কেজি করে চাল দেয়া হয়েছে।