স্টাফ রির্পোটার ॥ হবিগঞ্জ পৌরসভা উপ-নিবার্চনে পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর টিটুর আহবানে সাড়া দিয়ে তার পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলো পৌর আওয়ামী লীগ। গতকাল বুধবার বিকেলে শহরের স্থানীয় আরডি হলে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম। অন্যান্যের মাঝে বক্ত্য রাখেন, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক বুরহান চৌধুরী, পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি সাবাজ চৌধুরী, আবু সালেহ মোহাম্মদ শিবলী, আব্দুল কুদ্দুছ, এম আজিজ ইউনুছ, সুজিত বণিক, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান, আশুতোষ অধিকারী শংকর, পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোঃ মাসুদ আলী ফরহাদ, শাহ মোঃ আলমগীর সোহাগ, জিয়া উদ্দিন জিয়া, দপ্তর সম্পাদক ফজলে রাব্বি রাসেল, মীর আলম কাওসার, পার্থ শ্বারথী রায়, মো. জুয়েল মিয়া প্রমুখ। এছাড়া পৌর আওয়ামী লীগের ৯টি ওর্য়াড এর সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা আগামী হবিগঞ্জ পৌরসভার উপ-নিবার্চনে অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুর পক্ষে কাজ করে হবিগঞ্জ পৌরসভাকে একটি মাদক, যানযটমুক্ত, পরিচ্ছন্ন সবুজ শহর এবং আধুনিক পৌরসভায় রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করেন।