প্রেস বিজ্ঞপ্তি ॥ পরিবহন সমন্বয় কমিটির এক জরুরী সভা গতকাল রবিবার সন্ধ্যা ৭ ঘটিকায় হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে হবিগঞ্জ মটর মালিক গ্র“পের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সমন্বয় কমিটির সভাপতি আলহাজ্ব জিতু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গত শনিবার দুপুরে কতিপয় সন্ত্রাসী হবিগঞ্জ পৌরবাস টার্মিনালে ৭টি টেম্পু গাড়ী ভাংচুর করায় নিন্দা ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জোড় দাবী জানানো হয়। অন্যতায় পরিবহন সমন্বয় কমিটির মাধ্যমে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তব্যে রাখেন সমন্বয় কমিটির সদস্য সচিব আলহাজ্ব শফিকুর রহমান, হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী, হবিগঞ্জ মটর মালিক গ্র“পের সহ সভাপতি এডঃ সামসু মিয়া চৌধুরী, মোঃ সানাজ মিয়া, ম্যাক্সী মালিক সমিতির সভাপতি মোঃ আরব আলী, ইমা নমিতির সভাপতি এমদাদুর রহমান বাবুল, টেম্পু মালিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম, মোঃ নরুল ইসলাম, মোঃ তাহের মিয়া, দুদু মিয়া মেম্বার।