চুনারুঘাট প্রতিনিধি ॥ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার বিকাল ৪টায় স্থানীয় গাজীপুর ইউনিয়ন অফিস হলরুমে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ কুতুব উদ্দিন আখঞ্জী, অর্থ সম্পাদক মাওলানা মোঃ ইয়াকুত মিয়া, সাংবাদিক এস. এম. সুলতান খান, কাজী মাওলানা আব্দুল হাই, ইউনিয়ন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সভাপতি মোঃ আক্তার হোসেন প্রমুখ।
সভায় সর্ব সম্মতিক্রমে শেখ মোঃ শামছুল হককে সভাপতি, মাওলানা মীর আহমদ আলীকে সহ-সভাপতি, মাওলানা জামাল উদ্দিন খান রেজভীকে সাধারণ সম্পাদক, মোঃ মোতাব্বির হোসেনকে সহ-সাধারণ সম্পাদক, হাফেজ মোঃ ইব্রাহিম লস্করকে সাংগঠনিক সম্পাদক, মীর জুবায়েদুর রহমানকে সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ খোকন মিয়াকে অর্থ সম্পাদক, আব্দুল খালেক ময়না মিয়াকে দপ্তর সম্পাদক, মৌলভী অলিউর রহমানকে প্রচার সম্পাদক, মোঃ দেওয়ান মিয়াকে প্রকাশনা সম্পাদক, মোঃ শাহীন মিয়াকে ভান্ডারী আইন বিষয়ক সম্পাদক, কবীর আহমদ চৌধুরীকে শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক, মীর মোঃ আব্দুল কদ্দুছকে সমাজকল্যাণ সম্পাদক, হাফেজ মোঃ লোকমানকে তথ্য ও গবেষণা প্রযুক্তি সম্পাদক, শেখ মোঃ নাসির উদ্দিনকে শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক, মোঃ সানু মিয়াকে সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক, শাহীন আহমদকে স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক, মোছাঃ ইয়াছমিন আক্তারকে মহিলা বিষয়ক সম্পাদক এবং ক্বারী সিরাজুল ইসলাম, হাফেজ মোঃ নুরুল ইসলাম, মোঃ ফারুক মিয়া, শেখ আব্দুর রশীদ, মোঃ আবু তাহেরকে সদস্য করে ৩১সদস্য বিশিষ্ট বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ১নং গাজীপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়।