স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে প্রার্থীতা যাচা-বাছাইকালে মেয়র প্রার্থী শেখ তারেক উদ্দিন সুমনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।
গত ২৭ মে মনোনয়ন দাখিলের শেষে দিনে ৮ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেন। এর মধ্যে গতকাল যাচাই বাছাই শেষে শেখ তারেক উদ্দিন সুমনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। আগামী ২৪ জুন মেয়র পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্টিত হবে। মেয়র প্রার্থী সুমন হবিগঞ্জ পৌরবাসীর সহযোগিত, দোয়া আর্শিবাদ ও ভোট কামনা করেন। উল্লেখ্য, শেখ তারেক উদ্দিন সুমন হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।