স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী মিজানুর রহমানকে পরিবর্তনের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবলীগ। গতকাল সোমবার বিকেলে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরে বের করা হয়। পরে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে কোর্ট মসজিদ প্রাঙ্গণে গিয়ে এক পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি সাবাজ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা যুবলীগ সহ-সভাপতি শওকত আকবর সোহেল, ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম, বিল্পব রায় চৌধুরী, মোতাহেল হোসেন মিজু, সাংগঠনিক সম্পাদক শেখ উম্মেদ আলী শামীম, শফিকুজ্জামান হিরাজ, ফেরদৌস আহমেদ, তাজ উদ্দিন আহমেদ তাজ, এডভোকেট আনিছুজ্জামান প্রমুখ। বক্তারা বলেন, হবিগঞ্জের পরিক্ষিত নেতা জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমকে বাদ দিয়ে বিগত নির্বাচিত বিতর্কিত ও বহিস্কৃত প্রার্থী মিজানুর রহমানকে এবার টাকার বিনিময়ে মনোনয়ন দেয়া হয়েছে। তাই তার মনোনয়ন প্রত্যাহার করার দাবী জানাচ্ছি।