স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী পৌর আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক শেখ তারেক উদ্দিন সুমন মনোনয়ন পত্র দাখিল করেছেন। গতকাল সোমবার জেলা নির্বাচন অফিসে হবিগঞ্জ পৌরসার উপ-নির্বাচনের রিটাণিং অফিসার খোরশেদ আলমের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় পৌর এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।