নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ বাজার গোবিন্দ জিউড় আখড়া সার্বজনীন দূর্গাপূজা কমিটি গঠনের লক্ষ্যে গতকাল রাতে গোবিন্দ জিউড় আখড়ায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। বিগত বছর পূজা কমিটির সভাপতি সুবিনয় করের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক অশোক তরু দাসের পরিচালনায় সভায় সর্ব সম্মতিক্রমে নারায়ন চন্দ্র রায়কে সভাপতি, বিধান ধরকে সম্পাদক উত্তম কুমার পাল হিমেলকে সাংগঠনিক সম্পাদক করে আসন্ন্ পূজা উপলক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি হরেকৃষ্ণ চক্রবর্তী, অধীর রায়, মন্টু লাল আচার্য্য, ডাঃ ননীগোপাল নাথ, সুখেন্দু রায় বাবুল, প্রমথ চক্রবর্তী বেনু, ডাঃ তাপস আচার্য্য, নিকুঞ্জ পাল নিখিল, সন্তোষ দাশ, প্রজেশ চন্দ্র রায়, শংকর চন্দ্র দেব, হিমাংশু শেখর রায়, যুগ্ম সাধারন সম্পাদক রঙ্গ লাল রায়, বাদল কৃষ্ণ বনিক, পবিত্র বনিক, নীলমনি সূত্রধর, নির্মলেন্দু দাশ রানা, গৌতম কুমার দাশ, নিতেশ রায়, মৃদুল কান্তি রায়, সহ-সাংগঠনিক সম্পাদক ঝন্টু চন্দ্র রায়, দিলীপ বনিক, সুজিত বনিক। উপদেষ্টা পরিষদ, নির্বাহী সদস্য ও সার্বিক তত্ত্বাবধানসহ ১০১ সদস্য বিশিষ্ট দূর্গপূজা পরিচালনা কমিটি গঠন করা হয়।