স্টাফ রিপোর্টার ॥ সৌদিআরবের জেদ্দার স্থানীয় এক রেস্টুরেন্টে জেদ্দা যুবলীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। সংগঠনের সভাপতি এডঃ মাহমুদ হাসান শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন। হবিগঞ্জবাসীর পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান, হোসেন আহমেদ, আজাদ মোবারক, তোফাজ্জল হোসেন, শাহ নিজাম উদ্দিন সাকি, শাহীন, তুষার ও ইসলাম সহ আরো অনেকে। প্রধান অতিথি এমপি আবু জাহির প্রবাসীদের কাছে বর্তমান সরকারে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং বিনিয়োগ বান্ধব বাংলাদেশে হবিগঞ্জের প্রবাসীদের বিনিয়োগ করার আহ্বান জানান। যদি কোন প্রবাসী হবিগঞ্জে বিনিয়োগ করতে চায় তাহলে তাকে সবরকম সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন তিনি।
তিনি আরও বলেন, হবিগঞ্জ একটি পর্যটন নগরী। যদি কেউ বাংলাদেশে বেড়াতে যায় তাহলে তারা যেন হবিগঞ্জ একবার গিয়ে ঘুরে আসেন। তিনি তার নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের তথ্যও তুলে ধরেন।
পরে এমপি আবু জাহির জেদ্দায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। আজ তিনি জেদ্দা থেকে পবিত্র মদীনা গমন করবেন।