স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা শ্রমিকদলের সভাপতি এম ইসলাম তরফদার তনু। গতকাল সোমবার রিটার্নিং কর্মকর্তা খোরশেদ আলমের নিকট তিনি এই মনোনয়ন পত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, গ্রীন স্পোর্টিং ক্লাবের সভাপতি জিয়াউল হাসান তরফদার মাহিন, রাজনগর জামে মসজিদ কমিটির সভাপতি মইনুদ্দিন আহমেদ চৌধুরী শাম্মু, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলাউদ্দিন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন শামীম প্রমুখ। বিগত পৌর নির্বাচনেও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু দলীয়ভাবে সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছকে মনোনয়ন দেয়ায় তিনি দলের সিদ্ধান্ত মেনে নিয়ে নিজের প্রার্থীতা প্রত্যাহার করেন। আসন্ন পৌর নির্বাচনে দলীয় নেতাকর্মী ও পৌরবাসীর আগ্রহে তিনি প্রতিদ্বন্দিতা করছেন।