প্রেস বিজ্ঞপ্তি ॥ ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড হবিগঞ্জ জোনের ৬ দিন ব্যাপি এজেন্ট প্রশিক্ষন কর্মশালার উদ্ধোধন হয়েছে। গতকাল এর উদ্ধোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মর্জিনা বেগম। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জোনের জোন প্রধান (কোম্পানির চীপ জোনাল ম্যানেজার) মোঃ শাহাদাৎ হোসেন ভুঁইয়া। প্রধান প্রশিক্ষক এক্সপার্ট একাডেমির মোঃ আতিকুল ইসলাম। বিশেষ প্রশিক্ষক ছিলেন, মোঃ আবু ইউসুফ (তাকাফুল বিভাগ, হেড অফিস) এন এল আই কোঃ লিঃ, বিশেষ প্রশিক্ষক এম এম এয়াকুব (প্রশিক্ষন বিভাগ)। এছাড়াও উপস্থিত ছিলেন কাজী মুকতুল হোসেন।
হবিগঞ্জ জনবীমার সহকারী এরিয়া ইনচার্জ, মোঃ মোক্তাদির হোসেন তালুকদার, লাখাই বানিয়াচং অফিসের জোনাল ইনচার্জ, মোঃ রুহুল আমিন শাহ নবীনগর অফিসের জোনাল ইনচার্জ, জুতিশ চন্দ্র শীল সহকারী জোনাল ইনচার্জ হবিগঞ্জ জোনাল ও শায়েস্তাগঞ্জ অফিস। উপস্থিত ছিলেন ট্রেনিং প্রত্যাশী কর্মীগন।