স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বারাপইত গ্রামে অপু মিয়া (১০) নামের এক স্কুল ছাত্রের ধানের বোমা মেশিনের আঘাতে বাম চোখ বিনষ্ট হয়ে গেছে। মুমুর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতাালে প্রেরণ করা হয়েছে। সে ওই গ্রামের হারুন মিয়ার পুত্র ও স্থানীয় প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।
গতকাল রবিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানায়, বাড়ির পাশে বোমা মেশিন দিয়ে ধান ভাঙ্গানোর সময় এ দুর্ঘটনা ঘটে।