রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিরঘাটে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষে আহত শতাধিক শহরে নির্মানাধিন একটি ঘর প্রকাশ্য দিবালোকে ঘুড়িয়ে দেয়া হয়েছে এক্সেভেটর দিয়ে ॥ আটক স্বামী-স্ত্রী কোর্ট স্টেশন রোডে মদিনা কেজি এন্ড হাই স্কুলের ২য় শাখার উদ্বোধন শিকন্দরপুরে শীতার্থদের মাঝে গোলাম আহমদ ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ নোয়াপাড়ায় জয়ন্ত্রিকা ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু নবীগঞ্জে ১২ শতাধিক বনজ ও ফলজ গাছের চারা কর্তন ॥ থানায় অভিযোগ নবীগঞ্জ উপজেলা কাজী সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাহিদ গ্রেফতার বৈষম্য বিরোধী আন্দোলন বানিয়াচংয়ে ৯ হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার শহরে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গোবিন্দ গ্রেফতার

মানবজমিন ও হবিগঞ্জ এক্সপ্রেস-এ জেসমিনকে নিয়ে প্রতিবেদনের পর সহায়তার হাত বাড়াতে চান অনেকেই

  • আপডেট টাইম রবিবার, ২৬ মে, ২০১৯
  • ৫১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, চুনারুঘাট থেকে ॥ ভাগ্য বদলের ডাক এসেছে জেমমিনের। মানবজমিন ও হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকায় জেসমিনকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনে ব্যাপক সাড়া পড়েছে। অনেক হৃদয়বান ব্যক্তি জেমসিনকে পুনর্বাসন করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। ১৭ মে দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস এবং ২৪ মে দৈনিক মানবজমিন পত্রিকায় “সন্তানদের মুখে খাবার দিতেই পথে নেমেছি” শিরোনামে সংবাদ প্রকাশিত এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান জেসমিনের খবরা খবর নেন। তিনি বলেছেন, জেসমিনের বসত ঘর নির্মানসহ দোকানের ব্যবস্থা করে দিবেন।
এছাড়াও তিনি বিষয়টি বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর নজরে আনারও আশ্বাস দেন তিনি। অপরদিকে আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, জাহাঙ্গীর ট্রাভেলস এর কর্নধার সাংবাদিক জাহাঙ্গীর আলম, ঔষধ ব্যবসায়ী আলমগীর সোনার বাংলা, লিটন জমাদার, দুলাল মিয়াসহ বহু হৃদয়বান ব্যক্তি জেসমনি ও তাঁর ৩ সন্তানের জন্য সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছেন। বিদেশ থেকেও অনেকে ফোন করে জেসমিনের খবরা খবর নিয়েছেন। উপজেলার আহম্মাবাদ ইউনিয়নের গেড়ারুক গ্রামের গৃহ বধু জেসমিন ও তাঁর অবুঝ ৩ সন্তানকে রেখে বাড়ি ছেড়ে চলে যায় স্বামী সজল হক। বিয়ের পরের বছরই প্রতিবন্ধি হয়ে জন্ম নেয় ইয়াসিন। বিবাহিত জীবনের ৯ বছরের মাঝে জেসমিন ৩ সন্তানের মা হয়ে যান। প্রতিবন্ধি ইয়াসিনের জন্ম নেয়টাকে স্বামী সজল মেনে না নিয়ে সে বাড়ি থেকে চলে যায়। জেসমিনের প্রতিবন্ধি মেয়ে ইয়াসিন (৮), ছেলে জিহান (৪) এবং দেড় বছরের নিশু কন্যাকে নিয়ে বিপাকে পড়েন। প্রথমে এ বাড়ি ও বাড়ি গিয়ে ঝিয়ের কাজ করে ৩ সন্তানের বরণ পোষনের চেষ্টা চালান। এতে সন্তানের মুখের খাবার না জুটায় প্রতিবন্ধি ইয়াসিনকে বাজারে তোলতে বাধ্য হন তিনি। সেই হতভাগীর বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ গ্রামে। আনোয়ার নামের এক ঘটক তাকে ১৩ বছর বয়সে বিয়ে দেয় চুনারুঘাট উপজেলার গেড়ারুক গ্রামের আব্দুল হকের পুত্র সজল হকের সাথে। গায়ে-গতরে জেসমিন যে বেশ সুন্দরী ছিলো তা এখনো স্পষ্ট। জেসমিনের সাথে সেদিন কথা হয় স্থানীয় আমুরোড বাজারে এ প্রতিবেদকের। প্রতিবন্ধি ইয়াসিনকে মাটিতে শুয়ে রেখেছেন তিনি। ফুটফুটে জিহান মায়ের পাশেই ঘুরাঘুরি করছিলো, খেলা করছিলো। আর শিশু দিব্যি ঘুমাচ্ছিলো মায়ের কোলে। এ অবস্থায় অনেকেই সাহায্যের তালায় টাকা-কড়ি ফেলছিলেন। পত্রিকা এবং ফেসবুকে জেসমিনকে নিয়ে প্রতিবেদন প্রকাশ এবং সহায়তার আশ্বাসে জেসমিন বলেন, আমি আপনাদের কাছে চির কৃতঞ্জ। আমিও আর ১০টা নারীর মতো কোন মতে খেয়ে না খেয়ে বাঁচতে চাই। সন্তানদের মানুষ করতে চাই। আমি ভিক্ষা করতে চাই না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com